বাঁশখালী সদর আমিন হাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ভোররাত ৩টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।-বাংলানিউজ
অনিল চন্দ্র, মো. রুবেল, নিতাই চন্দ্র, মো. খালেদ ও নূর আহমেদের ২টি মুদির দোকান, ১টি মুড়ির, ১টি আসবাবপত্র ও ১টি ধানের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।