বাঁশখালীতে ৪২০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৪২০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গতকাল রোববার উপজেলা অফিসার্স ক্লাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক । এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী । উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠিত সভায় জানানো হয় খরিপ-২ এর আওতায় মৌসুমে রোপা আমান ধানে হাইব্রিড উফশী জাতের বীজ ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং পৌর এলাকার ৪২০ জন কৃষক/ কৃষানীর মাঝে বিনামুল্যে বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএমপি ফজলে করিমের সাথে মহানগর পূজা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের ভ্যাকসিন নিবন্ধনে রেড ক্রিসেন্টের কার্যক্রম প্রশংসনীয়