চট্টগ্রামের বাঁশখালীতে গত ২৪ ঘণ্টায় পুকুরে ডুবে পৃথক ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, পৌরসভার জলদীর নেয়াজর পাড়া এলাকার মো. আবচারের ছেলে মো. মুনতাসীর (৩) ও শীলকূপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (১৮ মাস) এবং গন্ডামারার বড়ঘোনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাবীর বাপের বাড়ির মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র মোহাম্মদ মোস্তাকিম (২ বছর ৫ মাস) নামে ৩ শিশুর মৃত্যু হয়।
সোমবার (১৩ নভেম্বর) সকালের দিকে পৌরসভার নেয়াজর পাড়া এলাকার মো. আবচারের ছেলে মো. মুনতাসীর ও শীলকূপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বৈরাগ পাড়া গ্রামের আহমদ শফির ছেলে রিফাত মিয়া (১৮ মাস) পানিতে পড়লে পরিবারের সদস্যরা তাদের উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হীরক কুমার পাল তাদের মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাবীর বাপের বাড়ি এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র মোহাম্মদ মোস্তাকিম পানিতে পড়লে প্রতিবেশী লোকজন শিশুকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পৃথক ঘটনায় ৩ শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।