বাঁশখালীর কালীপুর এলাকা থেকে চুরি হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। বাঁশখালী থানা পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের সুলতান মৌলভী পাড়ার মো. আব্দুল আলীমের ছেলে মো. ইয়াহিয়া (৩৩) ও সাতকানিয়া থানার কড়ইয়ানগর ইউনিয়নের বণিকপাড়ার বাবুল ধরের ছেলে বিপ্লব ধর (৪৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী মোহাম্মদ হানিফ মাহমুদের বাড়ির লোকজন শহরে অবস্থানকালে ঘরে চুরির ঘটনা ঘটে। এতে চোরচক্র ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্রের সঙ্গে আলমারি ভেঙে প্রায় ১৬ ভরি স্বর্ণও নিয়ে যায়। এ ঘটনায় হানিফ মাহমুদ বাদী হয়ে ঘটনার তিনদিন পর বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।
এরই পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে ইয়াহিয়া ও বিপ্লব ধরের জড়িত থাকার তথ্য পায়। এর ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, কালীপুরের পশ্চিম গুনাগরি হানিফ মাহমুদের বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হবে।