বাঁশখালীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০২টি বিদ্যালয়ে ওয়াই ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টার নেট সংযোগ স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উন্মেল ফারাহ তাজকীরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, সহকারি শিক্ষা সৈয়দ আবু সুফিয়ান,প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,শংকর প্রসাদ দাশ, জোবাইর জসীম, জিল্লুল করিম শরীফি, মো. হামিদ উল্লাহ, আকতার হোছাইন, মানিকুল আলম প্রমুখ।

ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্বোধন কালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সরকার শিক্ষা বান্ধব , শিক্ষার উন্নয়নে এ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে তার একটি হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন । এটার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের ব্যাপারে জানতে পারবে । তিনি শিক্ষার অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান
পরবর্তী নিবন্ধনাছির উদ্দীন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ