বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম লটমনি এলাকায় হাতির হামলায় রতন দে (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছে।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে বাণীগ্রামের পাহাড়ি এলাকায় মৃত্যুবরণকারী রতন দে বাণীগ্রামের সুকুমার দে’র পুত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত রতন সকালে পাহাড়ে গেলে সেখানে হাতির হামলার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং হাতির হামলায় নিহত রতন দে’র সৎকারের জন্য ২০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী অনুদান প্রদান করেন।
পরবর্তীতে বনবিভাগ ও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ আরো তিন লক্ষ টাকা প্রদান করবেন বলে জানান।
এ সময় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা ও বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।