বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে বন্য হাতির হামলায় নাপোড়া বনবিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে বনে টহলরত অবস্থায় জঙ্গল নাপোড়া এলাকায় বন্যহাতির আক্রমণের এ ঘটনা ঘটে বলে জানান জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
তিনি বলেন, অঞ্জন কান্তি বিশ্বাস বনে টহল দেওয়ার সময় নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় হাতির সামনে পড়লে হাতি শুঁড় দিয়ে তাকে আঘাত করে। হাতির আক্রমণে তিনি ঘাড়ে, পেটে ও কোমরে আঘাত পান। গুরুতর আহত অঞ্জন কান্তি বিশ্বাসকে সহকর্মীরা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে। তিনি বাঁশখালীর জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের নাপোড়া বনবিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে গতকাল রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় চমেক হাসপাতালে আহত কর্মকর্তার অপারেশন চলছিল বলে জানা যায়।












