বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের প্রয়াত মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্মরণসভা গতকাল রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সকাল থেকে ঋষিধাম প্রাঙ্গণে মহানাম সংকীর্তন, গুরু পুজা, সমবেত প্রার্থনা, পঞ্চাঙ্গ স্বস্তায়ন, শান্তি হোম, সাতশত তুলসীধান, ষোড়শী সাধু ভান্ডারা, ভোগরাগ ও স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি চন্দন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ঋষিধামের সন্ন্যাসী সৎচিদানন্দ পুরী, স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌরসভার সাবেক মেয়র ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সভাপতি দেবাশীষ পালিত। এতে আতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, নিরঞ্জনানন্দ পুরী মহারাজ, কৃপানন্দ পুরী, কৃষ্ণ ব্রহ্মচারী, স্বামী প্রদীপানন্দ পুরী, স্বামী রবীশ্বরানন্দ পুরী মহরাজ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, স্বামী মহানন্দ পুরী মহরাজ, স্বামী বিবেকানন্দ পুরী মহরাজ, স্বামী স্বরুপানন্দ পুরী মহরাজ, স্বামী তাপসানন্দ পুরী মহরাজ, চিন্ময়ানন্দ পুরী মহরাজ, পরিতোষ গিরি মহরাজ, বুলবুলানন্দ পুরী মহরাজ, এডভোকেট তপন কান্তি দাশ, চন্দন তালুকদার, এডভোকেট বিমল কান্তি দে, ইঞ্জিনিয়ার প্রবীর সেন, অমল দাশ, স্বদেশ চক্রবর্তী, রুপন ধর, বিমল কান্তি দেব, বাবুল চন্দ্র বণিক, অধ্যাপক আব্দুল গফুর, আ.ন.ম শাহাদাত আলম, শ্যামল দাশ, শাহাদাৎ ফারুক, রাজীব সিংহ, চন্দ্র শেখর মল্লিক, অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, অধ্যাপক বিপ্লব পাল, এড. ভূপাল গুহ, চন্দন দাশ, কৃষ্ণ কান্তি দত্ত, দীপক দত্ত, অনুপ বরণ দাশ, তড়িৎ কান্তি গুহ, অলক দাশ, বিশ্বজিৎ মহাজন, ডাঃ আশীষ কুমার শীল, এডভোকেট কাঞ্চন বিশ্বাস প্রমুখ।