বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার চালানসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১২:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ৭ শত ৭৫ পিস ইয়াবার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ আনিসুর প্রকাশ এনাম ইসলাম (৩৮) এবং মোছাম্মৎ মাসুদা বেগম (৩০) স্বামী-স্ত্রী। তারা দীর্ঘ দিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী।

সেনাবাহিনীর বাঁশখালী ইউনিট ও থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সেনাবাহিনীর বাঁশখালী উপজেলায় দায়িত্বরত ইনচার্জ ক্যাপ্টেন সালেহ্ মোহাম্মদ নূরুল ওয়াহ্হাব এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকার মৃত মোহাম্মদ শামসুল আলমের ছেলে আনিসুর প্রকাশ মোঃ এনাম ইসলাম এবং তার স্ত্রী মোছাম্মৎ মাসুদা বেগমকে আটক করে। এসময় তাদের বাসা তল্লাশী করে ৪হাজার ৭শত ৭৫পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭১হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, আটককৃতরা এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তাদের তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে পৃথক অভিযানে চালিয়ে হিরামনি এলাকার মোহাম্মদ জকরিয়ার স্ত্রী মোছাম্মৎ জেসমিন আক্তার (৩০) নামক আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় স্বামী মোহাম্মদ জকরিয়া পালিয়ে সক্ষম হলেও তার স্ত্রীর কাছ থেকে ৩ শত ৬০ পিস ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং দেশীয় মদ উদ্ধার করা হয়। জনস্বার্থে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউনিটি স্পার্কের একবছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপটিয়ায় সকালে ৩ কৃষককে অপহরণ, রাতে মুক্তিপণে ছাড়া