চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজা ও ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জাকের মাঝি (৪১) চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকার আবদুল হাকিম বাইন্ন্যার পুত্র।
জানা যায়, সাজা ও জরিমানা প্রাপ্ত আসামি জাকের মাঝির অবস্থান নিশ্চিত হওয়ার পর বাঁশখালী থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।