বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম প্রকাশ রহিম মেম্বােকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শীলকূপের মনকিচর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি আব্দুর রহিম উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনকিচর গ্রামের মোঃ মোস্তফার ছেলে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত রাতে গোপন সংবাদে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে। আজ রবিবার দুপুরে আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।