বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের সময় পাইপ জব্দ

আজাদী অনলাইন | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৯নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে।

জানা যায়, ১ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি, তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পাইপ পুকুরিয়া ইউপি চেয়ারম্যান এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় করাতকলে অভিযানের খবর পেয়ে পালালো মালিক ও শ্রমিকরা
পরবর্তী নিবন্ধআড়াই কেজি আফিমসহ চোরাচালান চক্রের নারী সদস্য গ্রেপ্তার