বাঁশখালী উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, ডা. সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা আবু সালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,
মুজিবুল হক চৌধুরী, কে.এম সালাউদ্দীন কামাল, কায়েস সরওয়ার সুমন, আহসাব উদ্দীন, ইবনে আমিন, রেজাউল করিম চৌধুরী, মোরশেদুল আলম ফারুকী, ওসমান গনি প্রমুখ। প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে। তিনি এলাকায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোণার জন্য সকলের প্রতি আহবান জানান।