প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর বাঁশখালী ১ নম্বর পুকুরিয়া ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের উদো্যগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জিয়াদ সিকদারের সভাপতিত্বে চাঁদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
বক্তব্য রাখেন পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের, যুবলীগ নেতা শিব শংকর দাশ, ফজলুল কবির, মো. মহিউদ্দিন তালুকদার মাহি, মো. জুনাইদ, মো. আবছার, মো. মোস্তাক। সংসদের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এস এম জোবাইদুর রহমান, শাহরিয়ার নাদিম ইমন, আমিনুল হক, মোহাম্মদ কায়সার মিয়া, মো. এহাসান হাবিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।