বাঁশখালীর সরলে উপকূলীয় এলাকায় লবণ মাঠের জায়গার বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ও বিকালে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহতদের আবুল কালাম বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালীর সরল উপকূলীয় এলাকায় লবণ মাঠের জায়গার বিরোধ নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে এক পক্ষ অপরপক্ষকে হুমকি দিয়ে আসছিল।
এতে আহতরা হলো জাহাঙ্গীর (৪৫), নেছার (৫৫), রহিম (২৮), জামাল উদ্দিন (৩৫), নুর আহমদ (৪০), আব্দুল খালেদ (৬০), আবুল কালাম (১৯), মিনহাজ (১৭), আলমগীর (২৭), জয়নাল (২৮)। আহতরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে।
এর আগে বিবদমান লবণ মাঠের জায়গা নিয়ে মৃত মোজাহের মিয়ার পুত্র মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরি করেছিলেন।