বাঁশখালীতে লবণ মাঠের গর্তে পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে লবণ মাঠের গর্তে পড়ে মো. সাদমান () নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ির মাওলানা শাহাব উদ্দিনের ছেলে।

নিহত শিশুর পরিবারের স্বজনরা বলেন, গতকাল সকালে সাদমান তার বড় ভাইয়ের সাথে বাড়ির পাশে লবণ মাঠে মাছ ধরতে বের হয়। এসময় লবণের মাঠে বড় একটি পানির গর্তে সবার অগোচরে পড়ে যায় শিশু সাদমান। কিছুক্ষণ পর সাদমানকে মাঠে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডাক্তারখানায় নিয়ে চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেখেরখীল ইউনিয়নে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধনৌপথে কন্টেনার পরিবহন কমেছে ৯২%
পরবর্তী নিবন্ধজামানত ছাড়াই আনকোরা প্রতিষ্ঠানকে বড় অংকের ঋণ