বাঁশখালীতে লকডাউনে দুই দিনে ৫৩ মামলা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৮:২৮ অপরাহ্ণ

বাঁশখালীতে লকডাউনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (২৯ জুন) বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮”-এর আওতায় ১৭টি মামলায় ৮ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে।
এর আগে প্রথম দিনে গতকাল সোমবার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সব মিলিয়ে দু’দিনে ৫৩ মামলায় ১৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় সাথে ছিলেন।
তিনি বাঁশখালী উপজেলা সদর, জলদী, চাম্বল, শীলকূপ সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন বাঁশখালী কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় এ জরিমানা আদায় করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফে আ’লীগ কর্মীর ওপর হামলায় আ’ লীগ নেতা কারাগারে