বাঁশখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ১১:২৪ অপরাহ্ণ

বাঁশখালীতে শহিদ মিনারে ফুল দিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যুবলীগ নেতা শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। শাহাদাত হোসেন উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা এলাকার রশিদ আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালীর হাদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে যুবলীগ নেতা সংঘবদ্ধ কয়েকজন শহিদ মিনারে ফুল দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ পাওয়ায় ঘটনার সাথে সংশ্লিষ্ঠ শাহাদাত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, শহিদ মিনারে ফুল দিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যুবলীগ নেতা শাহাদাত হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভূমির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : ইকবাল হোছাইন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা