বাঁশখালীতে যুবকের মৃত্যু নিয়ে ধূম্রজাল!

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কোনাখালী বিল থেকে গতকাল রোববার সকালে মো. আরিফ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, শনিবার রাতে আরিফ বাড়ির পাশের কোনাখালী বিলে মাছ ধরতে গেলে সেখানে তার মৃত্যু হয়। আবার অনেকে বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলে ফেলে দেয়া হয়েছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নিহত মো. আরিফ ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের ৭ নং ওয়ার্ডস্থ হাজী কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরতে জাল (টাঙ্গুয়াজাল) নিয়ে বের হন মো. আরিফ। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে বাড়ির অদূরে কোনাখালী বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন।

জানা যায়, স্থানীয় মুজিবুর রহমান নামে এক কৃষক তার ধান ক্ষেতে পূর্ব থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার (গুনার তার) পেতে রাখতেন। ওখানে পৌঁছামাত্র অসতর্কতাবশত মো. আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ছনুয়ায় মাছ ধরতে গিয়ে মো. আরিফ নামে একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। লাশ সকালে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

পূর্ববর্তী নিবন্ধআসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতার চার প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ