বাঁশখালীতে মেয়র প্রার্থী কামরুল হোসাইনীর ভোট বর্জন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১২:৪০ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, “বাহিরে সুষ্ঠু থাকলেও কেন্দ্র দখলে নিয়ে ভোট প্রদান করছে নৌকা প্রার্থীর অনুসারীরা। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি।”

তিনি বলেন, “সবগুলো কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও মেয়র পদে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয়।”

কামরুল ইসলাম হোসাইনী আরো বলেন, “বাঁশখালী আদর্শ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সামনেই ভোট প্রদান করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ নিয়ে প্রতিবাদ করলে এ প্রিজাইডিং অফিসার আমাকে বলছেন, ‘আচ্ছা ঠিক আছে, আর দিবে না।”

এরআগে সকাল থেকে এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয় বাঁশখালী পৌরসভা নির্বাচনে।

মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তেলবাহী লরি থেকে লাশ উদ্ধার, চালক পলাতক
পরবর্তী নিবন্ধটেকনাফে আরসা প্রধান জুনুনীর ভাই অস্ত্র ও মাদকসহ আটক