বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মাদক ব্যবসায়ী ও ৮ মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলামকে ইয়াবা সেবনকালে জনতা আটক করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইয়াবা সেবনকালে স্থানীয় জনতা তাকে আটক করে।
পরে কালীপুর রামদাশ হাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করে বলে জানান সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহ উদ্দিন কামাল। সে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মো. ইউনুসের পুত্র। জানা যায়, মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে এক মামলায় ৬ মাসের সাজা এবং ৪ মামলায় ওয়ারেন্ট রয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা ও সাজা রয়েছে বলে তিনি জানান।