বাঁশখালীতে এক মাদরাসা শিক্ষকের হিরো হাঙ্ক মোটরসাইকেল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ৭নং ওয়ার্ড কুলীন পাড়াস্থ নিজ বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে।
চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আমার বাড়ির উঠানে আমার ব্যক্তিগত মোটরসাইকেলটি রেখে ঘুমাতে যায়।
সকালে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি নেই। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ তদন্ত (ওসি) সুধাংশু শেখের হালদার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।