বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ ডিসেম্বর উপজেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে ফুল ও স্লোগান দেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে এক পথসভা অনুষ্ঠিত হয়। ছাত্র প্রতিনিধি মো. তামজিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইবনে হোসাইন জাইদ। উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ইজাজ আহমেদ, জিসান, সালাহ্ উদ্দিন ফারুকী, দিদারুল ইসলাম, আব্দুর রহমান, রিয়াজুল হক তালুকদার, আলি হোসাইন, সাইফুল ইসলাম প্রমুখ।