বাঁশখালীতে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাঁশখালীতে বিএনপি’র দুই গ্রুপের উদ্যোগে বৈলছড়ি এবং কালীপুরে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীপুর ইউনিয়নের গুণাগরী প্রধান সড়কে সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার মো. লোকমান। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. আবদুল হক, রাসেল ইকবাল মিয়া, অ্যাডভোকেট শওকত ওসমান, সরওয়ার আলম আস্করী, খোরশেদুল আলম আইয়ুব, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি শহিদুল আলম, ফজলুল কাদের, মনিরুল হক পলাশ, হাছান বিল্লাহ, মেম্বার মমতাজ উদ্দীন, দেলোয়ার আজিম, নুরুল আজিজ, ডা. ইউনুছ, মো. তোফায়েল, ইউনুছ কোম্পানি, নুরুল আমিন, জিয়া উদ্দীন, মেম্বার এবাদুল হক, নুরুল ইসলাম, হামিদ বাহার চৌধুরী, আবু ছিদ্দিক, রাশেদ চৌধুরী প্রমুখ। অপর দিকে চেচুরিয়ায় বিএনপি’র অপর গ্রুপের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম বিন খলিল। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা মফিজুর রহমান, মোস্তাক আহমদ, হাজী ছাবের আহমদ, মেম্বার ইব্রাহিম, মেম্বার জাফর আহমদ, বখতেয়ার উদ্দিন, মেম্বার ফজল কাদের, বদি আলম, আজগর হোসেন, আকবর সিকদার, জাকারিয়া সিকদার, আতাউর রহমান কায়ছার, চৌধুরী মোহাম্মদ মুবিন, আবুল হোসেন, মহিউদ্দীন আজাদ চৌধুরী, আবু তাহের, তৌহিদ, মফিজ, জসীম, রমিজ, ফরহাদ, সৈয়দ, জমির, এম. ইসহাক, ছানুবী, ওসমান গণি, ইলিয়াছ, মোস্তাক, খন্দকার সোয়াইব, আবদুল আলিম, মিজানুর রহমান সিকদার, সৈয়দ টিটু, শাহেদ, ওসমান গণি, নুর মোহাম্মদ, এম. দিলদার, এইচ. রানা, ইলিয়াছ আজাদ, আদনান, ওয়াহেদ, এহেছান, তানভীর, রানা, শোয়াইব, জোনাইদ, করিম, মিজান, রিদুয়ান, সুমন, মনির, সাইফুল, নুর উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণের জনগণের নাভিশ্বাস উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধতিনি কখনো সিআইপি কখনো সরকারি কর্মকর্তা
পরবর্তী নিবন্ধবিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক বেজোস দ্বিতীয়