বাঁশখালীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাঁশখালী পৌরসভা ফুটবল একাদশ। গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে সাতকানিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার হোসাইন, আফছার উদ্দিন চৌধুরী জান্টু, ইমরুল হক চৌধুরী ফাহিম, আনছুর আলী তালুকদার, ইউপি সদস্য মো. সেলিম, আব্দুর রশিদ, মো. ইদ্রিস,নাসরিন সোলতানা মিনু, মোরশেদুল হাছান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী মানিক,মো. ইসমাঈল, মিজানুল হাছান চৌধুরী প্রমুখ। খেলায় বিজিত ও বিজয়ীদের ক্রেষ্ট প্রদানের পাশাপাশি ফ্রিজ ও হোন্ডা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর সর্বত্র খেলাধুলার উন্নয়নের পাশাপাশি প্রতিটি সংগঠনকে ব্যক্তিগত ও সরকারি ভাবে ক্রীড়া সামগ্রী প্রদান করবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধব্লাইন্ড ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম ও ঢাকা
পরবর্তী নিবন্ধহকি খেলোয়াড়দের জ্ঞাতার্থে