জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। স্বাগত বক্তব্য রাখেন চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মৎস্য কর্মকর্তা উন্মুল ফারাহ তাজকিয়া, উপজেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন সিকদার, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, ক্রীড়া সংগঠক জাফর ইকবাল, এসআই নাজমুল হক প্রদীপ চক্রবর্তী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সরল ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৮-৭ গোলে পরাজিত করে বাহারছড়া ইউনিয়ন একাদশ। প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, খেলাধুলা মানুষের মন ও শারিরকে সুস্থ রাখে। তাই প্রধানমন্ত্রী এ দিক বিবেচনা করে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।