বাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর গুনাগরিতে গরিব ও দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। গতকাল বুধবার চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন আলহাজ জামাল মোস্তফা চৌধুরী, আনোয়ারুল মোস্তফা চৌধুরী ও আশরাফুল মোস্তফা চৌধুরী। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাশরুন মোস্তফা চৌধুরী, ডা. সুমাইয়া ইসলাম, ডা. নাসরিন সোলতানা পারুল, ডা. জয়নুল আবেদিন ও ডা. মুমিনুল হক।

উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, হোছাইন সিকদার, আহমদুর রহমান মিটু, অধ্যাপক সুজন বড়ুয়া, ফেরদৌস আক্তার, অধ্যপক মিজানুর রহমান, অধ্যাপক মোখতারুজ্জামান, নূরুল হোসাইন, মো. শেহাব উদ্দিন ও কাজী শাহরিয়ার। এতে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পে সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ সার্বিকভাবে সহযোগিতা করে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসহাক।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও কাউন্সিলরের কাছে রেইনকোট ও হ্যান্ড গ্লাবস হস্তান্তর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় এম এ মোতালেবের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ