বাঁশখালীতে ফিশিং ট্রলারে আগুন

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি 

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেলে সংঘটিত আগুনের ঘটনায় ফিশিং ট্রলারের আগুন নেভাতে গিয়ে জসিম, রফিক ও কামালসহ ৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ্ডামারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলী চানের পুত্র মোঃ সেলিম উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার (বোট) ওই এলাকার মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিক ও মোঃ মিনার যৌথভাবে ভাড়া হিসেবে নিয়ে বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ করতো।

রবিবার বিকেলে ফিশিং ট্রলারটি খাটখালী জেটিতে থাকাবস্থায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীরা বলেন, ফিশিং বোটটির গ্যাসের ট্যাংকের ব্যাটারি বিস্ফোরণ হওয়াতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের তীব্রতা বেশি হওয়াতে এবং আশপাশে রক্ষিত আরো ফিশিং ট্রলারে আগুন ছড়িয়ে পড়তে পারে এ ভয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান ফায়ার সার্ভিস টিমের লিডার আযাদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার ছাত্র পড়ালেখা ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায়
পরবর্তী নিবন্ধখেলাপিদের নতুন ব্যবসা খোলা ও বাড়ি-গাড়ি কেনা বন্ধ হচ্ছে