বাঁশখালীর সরল ইউনিয়নে একটি মাছের প্রজেক্ট দখলের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দক্ষিণ সরলের বলতাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. জকরিয়া (৪২) ও আসিফ মুহাম্মদ হান্নান (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মৌলভী আবদুর রশীদের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে জাল দিয়ে মাছ ধরছিল স্থানীয় মোনাফ গং। এ সময় মৌলভী আবদুর রশীদের ছেলে আসিফ তাদের দেখে ফেলে। তিনি বিষয়টি বাবা ও চাচা মো. জকরিয়াকে জানান। পরে চাচাসহ প্রজেক্টে গিয়ে ঘটনাটির প্রতিবাদ করে আসিফ। এ সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালালে তারা আহত হন।
মৌলভী আবদুর রশীদ বলেন, প্রতিপক্ষের লোকজন আমার মাছের প্রজেক্ট জোরপূর্বক দখলের উদ্দেশে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, মাছের প্রজেক্ট দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।