বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ১২:৩৩ অপরাহ্ণ

বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ পুটখালী ব্রিজ এলাকায় বুধবার (১৩ নভেম্বর) বিকালে জান্নাত এগ্রো ফার্মের সামনে রোডে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মাদক কারবারি মোঃ আরিফ (২৮), মোহাম্মদ আইয়ুব (২৪), মোঃ হাসান (৩২)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়বা ট্যাবলেট ও একশত লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং চোলাইমদ বহনের কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদকসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্টে মিলবে আরামদায়ক অফরোডিং অভিজ্ঞতা
পরবর্তী নিবন্ধপানছড়ি সড়কের সর্বনাশ, কাজ রেখে লাপাত্তা ঠিকাদার