বাঁশখালীর গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টে গত ১৭ এপ্রিল শনিবার পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় আরো এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত শিমুল আহমদ (২২) মৌলভীবাজারের শ্রীমঙ্গল, করইতলা, বর বাড়ি এলাকার আবদুল মালেকের পুত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর আহত এক শ্রমিকের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, “বর্তমানে প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আসামি আটক হয়নি।”
এদিকে বাঁশখালীর নিহত মাহমুদ রেজা মিনহানকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে জামাতের কেন্দ্রীয় নেতা সহ বাঁশখালী জামাতের আমীর মুহাম্মদ জহিরুল ইসলাম, সম্পাদক মওলানা মুহাম্মদ ইসমাঈল ও সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ সিকদার সহ অন্যান্যরা তার বাড়িতে গিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা আনুদান প্রদান করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নিহতদেরকে প্রকল্পের পক্ষ থেকে ৩ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হলেও তা বৃদ্ধি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।