বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেন্টার পুকুরপাড় সংলগ্ন রায়ছটা চৌধুরী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সোমবার রায়ছটায় আশরাফ আলী (রহ.)-র ওরশ ছিল। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লোকজন এসেছিল ওরশে অংশ নিতে। ধারণা করা হচ্ছে, ওই অজ্ঞাত যুবক পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানা বা মৃগী রোগ থাকার কারণে মারা যেতে পারে। লাশের পরিচয় পেতে সাধারণ জনগণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
বাঁশখালী থানার আওতাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজনু মিয়া বলেন, অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরনে শুধু জিন্সের প্যান্ট পরা ছিল। প্যান্টের পকেটে একটি সাবানও পাওয়া যায়। তিনি বলেন, লাশ উদ্ধারের ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।