বাঁশখালীতে পুকুরে ডুবে একদিনেই ৩ শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপে ও সরলে গতকাল পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম () ও মারিয়া আক্তার () নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সরলের মিনজীরিতলা এলাকায় তাহসিনা () নামে এক শিশু পুকুরে ডবে মারা যায়।

জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে শীলকূপের মাইজপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার মাবিয়া বাপের বাড়িতে আবু ছালেকের কন্যা ওয়াজিফা ও রিয়াজ উদ্দিনের কন্যা মারিয়া একসাথে খেলছিল। পরিবারের সদস্যরা যখন কাজ ব্যস্ত ছিল তখন দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। দুপুর ১২টার দিকে পুকুরে মারিয়ার লাশ ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফার। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে দুপুর ১২টার দিকে সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় গিয়াস উদ্দিনের কন্যা বাড়ির পাশে পুকুরের পড়ে যায়। মুমুর্ষু অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র শবে কদর আজ
পরবর্তী নিবন্ধসভাপতি সম্পাদকের জন্য কেন্দ্রে ৭ জনের নাম দিল আ. লীগ