বাঁশখালীতে পাহাড় কাটায় ২ জনের কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুরের বাণীগ্রাম কচুঝুম পাহাড় এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মালেক পাটোয়ারীর নেতৃত্বে গত সোমবার গভীর রাতে (রাত ১টা) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটিকাটা এবং বালু উত্তোলনের দায়ে মো. ইয়াছিন, এহসান উল্লাহ ও হাফিজুর রহমানকে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. আজিজ ও ফজল করিমকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মালেক পাটোয়ারী জানান, গভীর রাতে অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে জড়িতদের জরিমানা ও জেল প্রদান করা হয়। অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউড়িরচর হবে পর্যটনসহ গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধ৬৫ জন রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত করল বিজিবি