বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় এসএস পাওয়ার প্ল্যান্টের পাশে গত শনিবার গভীর রাতে বোট নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ ঘটনায় গতকাল বাঁশখালী থানায় একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী ফকিরনির হাট ইউপির ৭ নং ওয়ার্ড এলাকার ইউসুফ আলীর পুত্র মো. দিদার (২৭), একই এলাকার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মো. নুরুদ্দীন (৩২), মৃত আব্দুস ছালামের পুত্র মো. শাহানুর (৩৫) ও মো. ইউছুফের পুত্র মো. সেলিম (৩০)। তাদের কাছ থেকে ২টি রাম দা, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ১টি কাঠের বোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গন্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্টের পশ্চিম পার্শ্বে কয়লা জেটির উত্তরে কাঠের বোট নিয়ে গ্রেপ্তাররা ডাকাতির প্রস্ততিকালে জেটির পাহারাদার এবং পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশের এসআই মো. কায়কোবাদ।

পূর্ববর্তী নিবন্ধবৈদ্যুতিক খুঁটির চাপে পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজার ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির সভা