বাঁশখালীতে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের সেমিতে বৈলছড়ি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আত্মঘাতী গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করেছে বৈলছড়ি ইউনিয়ন। প্রতিপক্ষ বাহারচরা ইউনিয়নের এক আত্মঘাতী গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। বাহারচরা বনাম বৈলছড়ির মধ্যকার জমজমাট খেলায় দুই দলই আক্রমণপাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি। ম্যাচের প্রথমার্ধে হঠাৎ করেই একটি আত্মঘাতী গোল করে বসে বাহারচরা ইউনিয়ন। যা বৈলছড়িকে ১০ গোলে জয় এনে দেয় এবং সেমিফাইনালের প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করে নেয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বৈলছড়ি ইউনিয়নের জাহেদুল ইসলাম, যিনি পুরো খেলায় দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষের আক্রমণভাগ রুখে দেন। খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সেক্রেটারী উপাধ্যাক্ষ মুহাম্মদ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ পৌরসভা সভাপতি আবু তৈয়ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুলাই যোদ্ধা জিয়াদ ইবনে হোসাইন, মুহাম্মদ আশরাফ হোসাইন, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবদুল মালেক, রায়হান উদ্দিন বাচ্চু, জহির উদ্দিন মজুমদার, গাজী কামরুল ইসলাম কামরান, আবুল কাসেম সোহাগ, মুহাম্মদ শাহেদ আলী, খালেদ হক, এনামুল হক রাহাত, অ্যাডভোকেট ইয়াছিন, রাশেদ আকবর এবং সাংবাদিক শিব্বির আহমদ রানা।

পূর্ববর্তী নিবন্ধমরক্কোকে হারিয়ে আফ্রিকার নারী ফুটবলে চ্যাম্পিয়ন নাইজেরিয়া
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে কর্পোরেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী