বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চামল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুনের শিকার হয়েছে। নিহত নুরুল ইসলাম চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র। তিনিও তার বাবার সাথে একই ব্যবসা করতেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয়ের সামনে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক মুরগি ও ডিম ব্যবসায়ীকে পথরোধ করে হামলা চালায় কয়েকজন ছিনতাইকারী। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে নগদ প্রায় ৩-৪ লাখ টাকা ছিনতাই করে তারা। ছুরিকাঘাত কারার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।