বাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিএস প্লাজা থেকে এ বর্নাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। পরে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে জলদী মিয়ার বাজারে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্রশিবির তা রুখে দিবে।

পূর্ববর্তী নিবন্ধনগরী থেকে পটিয়া আ.লীগ নেতা জাফর চেয়ারম্যান গ্রেফতার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে পাখা ভাঙা ঈগল উদ্ধার