বাঁশখালীতে চোর সন্দেহে ৪ জনকে ন্যাড়া করে পিটুনি

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুইছড়ির নাপোড়া বাজার এলাকায় গাড়ির ব্যাটারি চুরির সন্দেহে ৪ জনকে ধরে ন্যাড়া করে পিটুনির পর বাজারে ঘুরিয়েছে স্থানীয়রা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে ৪ জন ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নাপোড়া বাজার হয়ে দক্ষিণে যাওয়ার সময় বাজারের পাহারাদার চোর সন্দেহে গাড়িটি দাঁড়াতে বলে। পরে বাজারের পাহারাদার দিদার, হারুন, সালাহ উদ্দিন, প্রকাশ, ফিরোজসহ অন্যরা ওই ৪ জনকে তাদের ধরে এবং গাড়িতে বিভিন্ন গাড়ির ৪টি ব্যাটারি দেখতে পায়। যেগুলো তারা পেকুয়ায় বিক্রির উদেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের আটকের পর বিগত দিনে নানা সময়ে গাড়ির ব্যাটারি চুরি হয়েছে এমন গাড়িচালকরা জড়ো হয়ে ধৃতদের মাথা ন্যাড়া করে দেয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ, নাপোড়া বাজার কমিটির সভাপতি জাহেদুল ইসলাম, সম্পাদক মো. জমির উদ্দিনসহ অন্যরা এসে পিটুনির শিকার শেখেরখীলের মো. জয়নাল আবেদীনের পুত্র মো. শাকিল, নুরুল আলমের পুত্র মো. রাকীব উদ্দিন, সাদেক আলীর পুত্র মো. এখলাছ ও মো. মুজিবুর রহমানকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বলে জানান বাজার কমিটির নেতারা। জানা যায়, এই ৪ জনের বিরুদ্ধে ছনুয়া এলাকায় ব্যাটারি চুরির অভিযোগে দুবার সালিশী বিচার হয়।

৪ জনকে মাথা ন্যাড়া করে পিটুনির ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য বা অভিযোগ থানায় আসেনি। তবে যে কোন অপরাধীকে শনাক্ত কিংবা আটক করার পর প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত, নিজের হাতে বিচার করায় আইনগত বিধিনিশেষ রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকী হচ্ছে মিয়ানমারে, এই বিদ্রোহী কারা
পরবর্তী নিবন্ধমিয়ানমারের সীমান্তরক্ষীদের নৌপথে পাঠানোর প্রস্তুতি