বাঁশখালীতে গুঁড়িয়ে দেওয়া হল তিন ইটভাটা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়ায় অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এবং জেলা প্রশাসন চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় উপজেলার বাহারছড়া ইউপির ইলশা এলাকায় মেসার্স এমবিএম০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ) ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, পরিবেশ রক্ষায় এ অভিযান চলছে। আগামীতে আরো যেসব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহার্ট ফাউন্ডেশন পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধরোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা