বাঁশখালীতে কালীপুর বিএনপির সাথে পূজা কমিটির মতবিনিময়

| সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে গুনাগরীস্থ মাইশা স্কয়ার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব কুমার দাশ, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাবেক সভাপতি আশীষ কুমার শীল, সাধারণ সম্পাদক বাবু ঝুন্টু কুমার দাশ, কালীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রনি সরকার।

কালীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ রবিউল হোসেন শাপলার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েশ, কালীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, দিদারুল আলম, নুরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা দিদারুল আলম, শাহেদুল ইসলাম, মোঃ আবচার, বাহাদুর, মঈনুদ্দিন যায়েদসহ কালীপুর ইউনিয়ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কালে আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী বলেন, কালীপুর ইউনিয়ন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের অন্যতম জনপদ। আমার হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিব। আমাদের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে। উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নির্ভিঘ্নে পূজা উদযাপন হবে কালীপুর ইউনিয়ন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া থেকে নিখোঁজ শিক্ষকের ২দিনেও সন্ধান মেলেনি
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে গৃহবধূর আত্মহত্যা : স্বামী-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা