বাঁশখালীতে একই রাতে তিন পুলিশ কর্মকর্তার বাসা ও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে উপজেলা সদরে এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। যাদের বাসায় চুরি হয়েছে সেই তিন পুলিশ কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী এবং বাঁশখালী থানার এসআই লিটন চাকমা ও মং চাকমা। আর একই রাতে বাঁশখালী ঋষিমঠে চুরি হয়। খবর বিডিনিউজের।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তীর বাড়ি বাঁশখালীতে। তিনি পরিবারসহ শহরে থাকেন। রাতে থানার দুই এসআই ডিউটিতে ছিলেন। অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে তালা দেওয়া ছিল। রাতের কোনো এক সময়ে তিন বাসাতেই চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্মলেন্দু বিকাশ থানায় একটি অভিযোগ দিয়েছেন। এতে নগদ আড়াই লাখ টাকা এবং এক লাখ ২০ হাজার টাকা দামের স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেছেন। দুই এসআইয়ের বাসা থেকে আসবাবপত্র চুরি হয়েছে। ঋষিমঠে চুরির বিষয়ে এখনও অভিযোগ পাননি বলে জানান পরিদর্শক আজিজ।