বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা সহ ১ জন, ৫ বছর সশ্রম সাজাপ্রাপ্ত ও দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২২ মার্চ) বিকালে থানা পুলিশের বার্তায় জানা যায়, পুলিশ প্রধান সড়কের বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়বাসহ বান্দরবান জেলার আলীকদম সাবের মিয়া পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহিন আক্তার পাখি(৩১)কে গ্রেফতার করে।
পৃথক অভিযানে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও এলাকার জিআর মামলায় ৫ বছরের পরোয়ানাভুক্ত আসামি আহমদ নবীর পুত্র মো. তৌহিদকে, সিআর পরোয়ানাভুক্ত শেখেরখীল ইউপি’র আজিজ আহমদের পুত্র জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, র্যাব ৭ অভিযান চালিয়ে সরল ইউনিয়নের সরল এলাকা থেকে নিয়মিত মামলার আসামি রশিদ আহমদের পুত্র মো. নাছিরকে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।