বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামে ওবায়দুল করিম বেলাল নামে এক বাহরাইন প্রবাসীর উপর হামলা ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবার ও এলাকাবাসী।
ঘটনার ৫ দিন অতিবাহিত হতে চললেও আসামি গ্রেপ্তার না হওয়া এবং উল্টো বাদিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বাঁশখালী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে প্রবাসীর পরিবার।
সংবাদ সম্মেলন থেকে মামলার আসামি ফরিদুল আলম ও মেজবাহ উদ্দিনসহ আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলা হয় আসামিদের প্রাণনাশের হুমকিতে প্রবাসী বেলাল ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে মামলার বাদী নুসরাত হামিদা আক্তার, আহত প্রবাসী ওবায়দুল করিম বেলাল, আহত কামরুল ইসলাম, এলাকার সমাজসেবক অধ্যাপক অলিউল্লাহ, মাস্টার মোহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ আমিনুল ইসলাম, প্রবাসীর পিতা গোলাম রব্বানী, মোহসেনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী ও প্রবাসী ওবায়দুল করিম বেলালের স্ত্রী নুসরাত হামিদা আক্তার জানান, বিগত ২৯ এপ্রিল বিকেলে খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব রায়ছটা গ্রামের প্রতিপক্ষের লোকজন প্রবাসীর ওবায়দুল করিম বেলালের উপর হামলা এবং তার বাড়িঘর ভাংচুর করেন। এসময় বেলালকে রক্ষায় এগিয়ে এলে তার চাচাত ভাই কামরুল ইসলামের উপরও হামলা চালানো হয়। আহত বেলাল ও কামরুল ইসলাম বাঁশখালী হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই ঘটনায় বাঁশখালী থানায় গত ১ মে তারিখে প্রবাসীর স্ত্রী নুসরাত হামিদা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর প্রতিপক্ষরা আরো বেপরোয়া হয়ে হুমকি ধমকি দিতে থাকেন। আসামিদের হুমকির মুখে প্রবাসী ওবায়দুল করিম বেলাল ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রবাসী ওবায়দুল করিম বেলাল জানান, আমি প্রবাস থেকে দেশে আসার পর থেকে আমি এবং আমার পরিবারের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমাকে বসতভিটা থেকে উচ্ছেদ করতেই প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে। মামলা করার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।