বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে বঙ্গোপসাগরকে ঘিরে। কিন্তু বঙ্গোপসাগরভিত্তিক জলদস্যু বাহিনীগুলো নানা কারণে অকারণে জেলেদের জীবন বিপন্ন করে তোলে। জলদস্যুদের হামলায় বাঁশখালীতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৬ জেলে। তবে সরকার জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে কর্মসংস্থান করার উদ্যোগ গ্রহন করায় অনেক জলদস্যু এখন তাদের দস্যুজীবন ত্যাগ করেছে। তারই ধারাবাহিকতায় এবার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এলাকার অর্ধশতাধিক জলদস্যু আত্নসমর্পণ করতে যাচ্ছে।
উপজেলা থানা প্রশাসন সুত্রে পাওয়া তথ্যে জানা গেছে আগামী ১২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে তাদের ব্যবহার করা অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবার অঙ্গীকার করবে অর্ধশতাধিক জলদস্যু। এ লক্ষ্যে পুলিশ র্যাবসহ প্রশাসনের লোকজন মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ১২ নভেম্বর সকাল ১১টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত থাকবেন।