বাঁশখালীর পুকুরিয়া পাহাড়ে আগুন লেগে পুড়ে গেছে বন। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বাঁশখালীর পুকুরিয়া পাহাড়ি এলাকায় উজানী ঘোনা থেকে ভাঙা ঘোরা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, পুকুরিয়া এলাকায় উজানী ঘোনা থেকে ভাঙা ঘোরা এলাকায় বন বিভাগের ১৫-১৬ হেক্টর বাগান পুড়ে গেছে। বনে আগুন লাগার খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের আনোয়ারা ইউনিট ও বাঁশখালী ইউনিট উপস্থিত হয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে আগুনে আকাশমণি, কড়ই, বেত, জারুল ও ইপিল সহ অধিকাংশ গাছ পুড়ে যায় বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের কালীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “আগুনে আমাদের সৃজিত বনের বিভিন্ন জাতের গাছ পুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।” কারো দেওয়া আগুনে এসব বন পুড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, “পাহাড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ও আনোয়ারা ইউনিট এক সাথে কাজ করে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। তারপরও বেশ কিছু গাছপালা পুড়ে যায়।”