বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরো চারটি বসতঘরের আংশিক ক্ষতি হয়। গতকাল রোববার দুপুর ১টার দিকে ইউনিয়নের নুর উদ্দিন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন নাজিম উদ্দিন সিকদার বাবুল, মো. হোসেন সিকদার ইফতু, আরেফা বেগম সিকদার, আমেনা বেগম। আংশিক ক্ষতিগ্রস্তরা হলেন আলমগীর সিকদার, সাহাব উদ্দিন সিকদার, নেজাম উদ্দিন সিকদার, রুবেল সিকদার। স্থানীয় প্রত্যক্ষদর্শী হেফাজ উদ্দীন সিকদার টিপু বলেন, ক্ষতিগ্রস্ত সবাই আমার চাচা ও চাচাতো ভাই সম্পর্কীয়। এরা সবাই শহরে কর্মস্থলে থাকেন। অগ্নিকাণ্ডের সময় বাড়ির কেউ ঘটনাস্থলে ছিলেন না। এতে বসতঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। যথাসময়ে ফায়ার সার্ভিস না আসলে আরো বড় ধরনের ক্ষতি হতো। বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিযানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি।