বাঁশখালীতে অর্ধশত ইমাম ও মোয়াজ্জিনদের সংবর্ধনা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালীর স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটানা ১২ বছর পর্যন্ত মসজিদে দায়িত্ব পালন করা বাঁশখালীর সকল ইমামমোয়াজ্জিনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেনচট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী ও সংগঠনের সহসভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্মআহ্বায়ক শিব্বির আহমদ রানা, মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। এ সময় বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমামমোয়াজ্জিনগণ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের অনেকেই দুঃখকষ্টে জীবনযাপন করেন। মাস শেষে সামান্য সম্মানি দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আজকের এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক। ইমামমুয়াজ্জিনরা যদি সম্মান ও মর্যাদা না পান, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনের মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো জরুরি। অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমামমুয়াজ্জিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচেকপোস্টে মাদকসহ ধরা ২ কারবারি, মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধনগরে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ