বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড, ড্রেজার জব্দ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ১০:০৪ অপরাহ্ণ

বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিব নামে তিনজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশের কর্মকর্তারা সাথে ছিলেন।

বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের দায়ে তিনজনকে হাতেনাতে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বালু ভর্তি ড্রেজারটিও বোটসহ জব্দ করা হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেন জানান।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বজ্রপাতে দুই জনের মৃত্যু