চট্টগ্রামের বাঁশখালী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৬ জানুয়ারি (শনিবার) বিকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরডেবা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রামদাস মুন্সী পুলিশ তদন্তের ইনসার্জ তপন কুমার বাকচী বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে বিকালে খবর পেয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি লোকটির মানসিক সমস্যা ছিল।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।